বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জাতীয় কন্যা দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার উপজেলার হোগলগাঁও আবুল হাশেম উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কান্তা পাল এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হামিদুল্লাহ খান মুন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।