সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায় (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বেধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা প্রশাাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ। এ সময় অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, কৃষি কর্মকর্তা শান্তনা রানী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, ষোলঘর ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আওলাদ হোসেন, সিনীয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, এর আগে আরো ৯৮ টি ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি সহ ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী ২১ জুন আরো ২টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে। এ নিয়ে শ্রীনগর উপজেলায় সর্বমোট ১০০ টি ভূমি ও গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে।