বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে অসহায় দরিদ্র জটিল রোগিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে এ চেক বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোক, প্যারালাইজড, থ্যালাসেমিয়াসহ ৬টি রোগে আক্রান্ত রোগিদের মাঝে প্রত্যেক রোগিকে এককালিন ৫০ হাজার টাকা করে মোট ২৯ জন রোগীর মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এরপর একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে সামাজিক নিরাপত্তার আওতায় সমাজসেবা অধিদপ্তরের শ্রীনগর উপজেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ খাতে ৯১ জন ঋণ গ্রহিতার মাঝে ২৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মাফুজা পারভীন, কৃষি কর্মকর্তা শান্তনা রাণী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম, শহিদুল্লাহ কামাল ঝিল্লু, আজিজুল ইসলাম, আবু নাছের তানজিল প্রমুখ।