বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে মাদ্রাসা পড়ুয়া ছেলের টিফিন দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় পার্শ্ববর্তী উত্তর কামারগাঁও বায়তুন নুর হাফিজিয়া মাদ্রাসায় ছেলে ওয়াফি’র জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তার হোসেন (৪৫)। বাড়ি থেকে বের হয়ে সামান্য এগুতেই কামারগাঁও পাকা ব্রিজ এলাকায় দোহার থেকে শ্রীনগর গামী ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-১৫৪৬) তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের লোকজন এসে মুক্তার হোসেনের লাশ ট্রাকের নীচ থেকে উদ্ধার করে। মুক্তার হোসেনের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে ওয়াফি সবার ছোট।
শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, মুক্তার হোসেন কামারগাঁও এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। তার পরিবারের লোকজন জানিয়েছে, সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক তাৎক্ষনিক ভাবে পালিয়ে যায়। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।