শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে গ্রামীনফোন কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় উপজেলা জমজম টাওয়ারের নীচ তলায় কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন গ্রামীনফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স এন্ড সার্ভিস মোহাম্মদ আওলাদ হোসাইন, হেড অব রিটেইল মোহাম্মদ কামরুল আলম সরকার, সার্কেল রিটেল হেড (ঢাকা) মুক্তাদিরুর রহমান, রিজিওনাল হেড (ঢাকা সাউথ) শাহ মোঃ ইব্রাহিম আজাদ, এরিয়া ম্যানেজার (ঢাকা) মোঃ তরিকুল ইসলাম, রিটেইল চ্যানেল ম্যানেজার মোঃ মাসুম হায়দার, টেরিটরি অফিসার (শ্রীনগর) মোঃ নুরুল হুদা, জিপিসিএফ পার্টনার গাজী সালাউদ্দিন লিটন, সেন্টার ম্যানেজার (শ্রীনগর জিপিসিএফ) মোঃ আসাদুজ্জামান, কাস্টমার ম্যানেজার (শ্রীনগর জিপিসিএফ) মোঃ রনি হোসাইন।