শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পূর্ববেজগাও জামে মসজিদ এলাকায় মুন্সিগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সেলিম হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা আবদুল হাই, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রনি, কুকুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগির হোসেন, কোলাপাড়া ইউনিয়ন যুদলের সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শেখ, যুবনেতা মনির হোসেন, তানভীর সোবহান, তরিকুল ইসলাম, মোঃজয়নাল, রাজু শেখ, আবু বক্কর, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক রিদোয়ান আহমেদ, নাইম লস্কর প্রমুখ।
মোঃ সিদ্দক আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।