শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে কৃষি জমিতে মাটি কাটার দায়ে একজনকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভেকু মেশিন দ্বারা ফসলী জমি থেকে মাটি কেটে তা অবৈধভাবে বিক্রয় করার অপরাধের অর্থদন্ড করা হয়।
শনিবার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়াহাটা, কেসি রোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, এ উপজেলার ফসলি জমি, জলাশয়, রাস্তা এবং সরকারি স্থাপনা রক্ষার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।