শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর উপজেলা কল্যান সমিতির অফিস উদ্বোধন ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার শ্রীনগর কমপ্লেক্স ভবনে অফিসটির উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা ইসলামী ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারন সম্পাদক জিএমএ লতিফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাজহারু হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এস এম এ খালেক, অক্সিজেন ব্যাংকের আহবায়ক শাহে আলম, সদস্য সচিব সিনিয়র সাংবাদিক হাফিজুল ইসলাম খান, সহ সভাপতি নজরুল ইসলাম, নির্বাহী সদস্য শিক্ষক নেতা মুহাম্মদ জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ নান্নু হাজী, ক্রিড়া সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আকাশ প্রমখ।