শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক এ্যাসিন্ট্যান্ড ভাইচ প্রেসিডেন্ট ১১ টি ওয়ারেন্টভুক্ত ও ৬ টি মামলার সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত গভির রাতে ঢাকা রুপনগরে নিজ বাড়ি থেকে এস আই জাকিরের নেত্রীত্বে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামী হলেন উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমসপুর গ্রামের মৃত এ এস এম ইউনুছের ছেলে আবুল কাশেম মাহমুদউল্লাহ (৬০)।
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ধৃত আবুল কাশেম মাহমুদউল্লাহকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুর ২ টায় ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়।