বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

শ্রীনগরে এসএসসি পরিক্ষার্থী নীরব হত্যার ঘটনায় ৪ জন আটক

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নীরব হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ। আটককৃতরা হলো,উপজেলার বাঘড়ার মাগডাল এলাকার মনু মিয়ার ছেলে রাজিব (১৭), আক্কাস আলী মৃধার ছেলে তাহসান (১৪), একই এলাকার সুমির ছেলে রুদ্র (১৪) ও পশ্চিম কামারগাঁও এলাকার মো.রাশেদের ছেলে শাওন (১৪)।

এর আগে শুক্রবার বিকেলে নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদের জের ধরে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নীরবকে।

নিহত নীরব হোসেন (১৭) চাঁদপুর জেলার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। নিহতের বাবা দেলোয়ারের মৃত্যুর পর শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকায় মামার বাড়িতে থাকত নীরবরা। নিরব পাশ্ববর্তী লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। ওই দিন দুপুরে বিদ্যালয়ের ফটকের সামনে কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করে নিহত নীরব সহ বেশ কয়েকজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে কামারগাঁওয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে বসে ছিলেন নীরব ও ওহিদুল। ইভটিজিং করার প্রতিবাদে আরেফিনসহ ১০-১২ জন তাঁদের ওপর হামলা করেন। এ সময় ওহিদুল পালাতে পারলেও নীরব পালাতে পারেনি। হামলাকারীরা নীরবকে ছুরিকাঘাত করে পাশের একটি খালে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত)ওয়াহিদ পারভেজ বলেন ঘটনার পর থেকে অভিযুক্তদের আটক করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।শুক্রবার দিবাগত রাতে ঘটনার সঙ্গে জড়িত চারজন কে আমরা গ্রেফতার করি।এ ঘটনায় নিহতের মা দিলারা বেগম বাদি হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com