বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

শ্রীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁতীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগরে তাঁতীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের শ্রীধরপুর গ্রামের তাঁতী সম্প্রদায়ের নিন্ম আয়ের ৯০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, শ্রীনগর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু ও ইউপি সদস্যবৃন্দ।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিত রসুলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার প্রথমবারের মতো এই শীতবস্ত্র পেয়ে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য উপজেলা প্রশাসনের এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com