বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ২৩/২৪ ঘোষনা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
মঙ্গলবার বেলা ১১টায় শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম এর সভাপতিত্বে ওই পররিষদের সচিব মোঃ খন্দকার মোখলেদুল আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অধির চন্দ্র দত্ত, আক্তার হোসেন, সদর বজার কমিটির আহবায়ক তোফাজ্জল হোসেন, আবু বক্কর ছিদ্দিক অরেন্স, ইউনিয়ন পরিষদের সদস্য শান্তি রঞ্জন মন্ডল, মোঃ মহাবুব আলম প্রমুখ।
সভা শেষে ইউনিয়নের ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।