শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ইয়াবাসহ রুবেল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন হরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল হরপাড়া এলাকার রওশন আলীর ছেলে।
এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শ্রীনগর থানার এসআই শুভঙ্কর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকসহ রুবেলকে আটক করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুষ্পেন দেবনাথ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।