শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরের রাড়িখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারীকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার বিকালে উপজেলার হাতারপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাটাভোগ ইউনিয়নে চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী সহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী। এসময় বক্তব্যে বারেক খান ইউনিয়নের জনগনের সেবায় কাজ করে যাবার প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, গত ১১ই নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত রাড়িখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল বারেক খান।