শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসুচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ ডালু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম,মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, আবু হানিফা নোমান, শফিকুল ইসলাম মামুন, নাজির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, জাহাঙ্গির আলম জিকু, উপজেলা বিকল্পধারার সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল জিল্লু, যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুর রহমান ঝিলু, সিরাজুল ইসলাম, রাব্বি, লিমন প্রমুখ।