শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

শ্রীনগরে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মন্দিরসহ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় পাটাভোগ, কুকুটিয়া, তন্তর, আটপাড়া ও কোলাপাড়া ইউনিয়নের ১২০টি মসজিদ-মন্দিরে মাক্স, সাবান এবং ২০০ জন অসহায় মানুষের মাঝে চাল, ডাল বিতরণ করা হয়েছে।

এ সকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বন্টন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত কোলাপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বারদের মাঝে তা বুঝিয়ে দেওয়া দেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজুল ইসলাম টারজান, বুলবুল সিদ্দিক, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুর নবী অন্তু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com