শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুৃধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ৩ টায় শ্রীনগর খাদ্য গুদামে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী ধান ক্রয়ের শুভ উদ্বোধন ও ধান ক্রয়ের চেক হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা মোঃ হামিদুল্লাহ খান মুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আমিরুল ফারুক, ওসি এলএসডি লীপিকা রাণী মজুমদার, ইউপি সদস্য মাছুম মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, এ বছর শ্রীনগর উপজেলায় ৮১১ মেট্রিকটন ধান ও চাল ক্রয় করা হবে।