বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগরে ২টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে সোমবার বিকালে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ উপজেলার কোলাপাড়া ও বালাসুর এলাকা থেকে ড্রেজার দুটি উচ্ছেদ করেন।
গত ২২ মার্চ কোলাপাড়া এলাকা থেকে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব ও গত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট পরিচালিত ড্রেজারটি সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ এর নির্দেশে উচ্ছেদ হয়। কিন্তু এর ২ দিন পরই তারা পেশী শক্তির বলে পুনরায় ড্রেজারটি চালু করে। ড্রেজার বন্ধের দাবীতে ২৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন নবেল হাসান নামে ওই এলাকার এক বাসিন্দা। পরে সোমবার বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারের প্রায় ২০টি পাইপ ধ্বংস করে দেওয়া হয়।
পরে বালাসুর শিশু পরিবার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলী’র মালিকানাধীন ড্রেজারের পাইপ ধ্বংস করার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ। এসময় বেশ কয়েকটি পাইপ ধ্বংস করা হয়।
শ্রীনগর উপজেলা সহকারী (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, অবৈধ ড্রেজার ধ্বংসের প্রক্রিয়া চলমান থাকবে।