বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জসিম মুন্সি (৪০) নামক এক অটোরিক্সা চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাতে মাওয়া-ভাগ্যকুল সড়কের শ্রীনগর উপজেলা কবুতরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় জনতারা আব্দুল আলিম নামক এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত জসিম মুন্সি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত্যু সালাম মুন্সির ছেলে।
নিহতের বড় ভাই উজ্জল মুন্সি জানান, দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়া সেরে তার ভাই জসিম মুন্সি বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়। রাত ৯টার দিকে কবুতর খোলার এক ব্যক্তি মোবাইল ফোনে সংবাদ দেয় তার ভাইকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত্যু ঘোষণা করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হাসপাতাল থেকে নিহত জসিমের লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আব্দুল আলিম নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।