বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগরে লেপ দিয়ে মোড়ানো নারী ও মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মন পাইকশা গ্রামের একটি পতিত জমি থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্থানীয়রা ওই জমিতে রশি দিয়ে বাধা একটি মোড়ানো লেপ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মোড়ানো লেপটি উদ্ধার করে রশির বাধন খোলে লাশ দুটি দেখে থানায় নিয়ে আসে। ধারনা করা হয়েছে উদ্ধার হওয়া লাশ দুটি মা-মেয়ের। নারী লাশের পরনে ছাপার কামিজ ও কালো রংয়ের সালোয়ার রয়েছে। অপরদিকে শিশুটির পরনে লাল রংয়ের গেঞ্জি রয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, এখনো লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নির্ধারণ করার জন্য পুলিশ কাজ করছে।