শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

শ্রীনগরে অগ্নিদগ্ধের ঘটনায় ভাইয়ের পর বোনের মৃত্যু

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ৩ তলা একটি ভবনের শয়ন কক্ষে ছেলে-মেয়েসহ মায়ের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ভাইয়ের পর বোনও মারা গেছে।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটের আইসিইউতে মারা যায় শিশু আয়েশা (২)।

এর আগে সোমবার রাতে উদ্ধারের পর পরই মারা যায় ভাই অয়ন (১)। এঘটনায় শিশু দুটির মা খাদিজা আক্তার মিম (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামের বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলার শয়ন কক্ষে সংগঠিত অগ্নিকান্ড দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা এনিয়ে চলছে গুঞ্জন। আগুনের ধোয়া দেখে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে মা সহ শিশু সন্তানদের উদ্ধার করে স্থানীয়রা। শুরুতে এসি বিস্ফোরণের কথা বলা হলেও পরে প্রচার করা হয় কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু এসি অক্ষত ও আগুন নীচ থেকে না লেগে কক্ষের উপড়ের অংশে লাগার কারনে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়। অগ্নিকান্ডের সময় দরজা না খোলা এবং দরজা ভেঙ্গে উদ্ধার করার ঘটনায় অনেকে ধারনা করছেন বিষয়টি আত্মহত্যার চেষ্টা হতে পারে।

শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দু এক দিনের মধ্যে বিষয়টি সম্পর্কে জানা যাবে। বাপ্পি মৃধা নিহত শিশু দুটির বাবা। তিনি ঢাকার ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ী। অগ্নিকান্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী খাদিজা আক্তার মিম কুকুটিয়া ইউনিয়নের ঝাপুটিয়া গ্রামের আব্দুল জলিল বেপারীর কন্যা।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহফুজ রিবেন জানান, এখনও বিল্ডিংয়ে অগ্নিকান্ডের সূত্র জানা যায়নি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com