রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন খন্দকার আলী আব্বাস

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ:: প্রয়াত বামপন্থী নেতা বাংলাদেশের কমিউনিস্ট রাজনীতির সিংহ পুরুষখ্যাত খন্দকার আলী আব্বাসকে শ্রমিক মেহনতী মানুষের ভাগ্যের উন্নয়ন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁর সহযোগী, সহকর্মী এবং অনুগামীরা বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের লাল বারান্দাখ্যাত ন্থানে তাকে স্মরণ করে আলোচনা সভা করেছে।

১৭ আগস্ট খন্দকার আলী আব্বাসের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন খন্দকার আলী আব্বাস স্মৃতি রক্ষা পরিষদ প্রগতিশীল, শোষিত, বঞ্চিত ও নির্যাতিত গণমানুষের সংগ্রামের প্রতিক প্রয়াত এই নেতার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, খন্দকার আলী আব্বাস ছিলেন আজীবন বিপ্লবী। বাংলার মুক্তিকামী কৃষক শ্রমিকের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির ও তাদের ভাগ্যের উন্নয়নে চিরদিন সংগ্রাম করেছেন। তার রেখে যাওয়া বিপ্লবী আর্দশকে বুকে ধারন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের স্মরণ সভায় এই হোক আমাদের অঙ্গিকার।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড করম আলীর সভাপতিত্বে ও ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আজহারুল হকের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ ডা. নুরুল ইসলাম, ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল বারেক, নবাবগঞ্জ উপজেলা সম্পাদক আব্দুল জলিল, ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নাসির উদ্দিন বাহার, পীরজাদা শাহ মোহাম্মদ আসাদুল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় আবু হাসান টিপু, গনসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মোল্লা, শাহাদাত হোসেন খোকন, সাবেক ছাত্রনেতা আবদুল জব্বার, মোঃ সেকান্দার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com