মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

শ্রদ্ধা ও ভালবাসায় শেন ওয়ার্নকে চিরবিদায়

এমসিজি-র গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদল করে কিংবদন্তি স্পিনারের নামে রাখা হল। ছবি: টুইটার

স্পোর্টস রিপোর্টার, কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ শেন ওয়ার্ন মাঠ ও মাঠের বাইরে তিনি ছিলেন একেবারে রঙিন মেজাজের। বন্ধুরা মজা করে বলতেন, “ক্রিকেটার শেন ওয়ার্নের মধ্যে হলিউডের তারকা লুকিয়ে আছে। কারণ ওঁর জীবনের একটাই মন্ত্র। লিভ লাইফ কিং সাইজ।’ ঠিক তেমন ভাবেই বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেন ওয়ার্নের স্মরণ সভা আয়োজন করা হল।

৫০ হাজার দর্শকের উপস্থিতিতে এই স্মরণ সভা আয়োজিত হয়। স্টেডিয়ামের একটি স্ট্যান্ড তাঁর নামে লেখা হবে সেটা আগে থেকেই ঠিক ছিল। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মসিশন এবং এ্যালান বর্ডার, মার্ক টেলর, ডেভিড বুন, ব্রায়ান লারা, নাসের হুসেনের মতো প্রাক্তন ক্রিকেটার।

ইতিমধ্যেই রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে কিংবদন্তি ওয়ার্নের শেষকৃত্য। তবে ওয়ার্নের মৃত্যু যেন এখনও স্বপ্নের মতো। মাত্র ৫২ বছরে তাঁর অকাল বিদায় মেনে নিতে পারছেন না অনেকেই। এই আবহে এ দিন পয়া এমসিজি-তে আয়োজিত হল শেন ওয়ার্ন মেমোরিয়াল সার্ভিস। সেখানেই বন্ধু ওয়ার্নের স্মৃতিচারণায় রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা ‘ইফ’ পাঠ করেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন।

আবেগতাড়িত কণ্ঠে নাসের হুসেন বললেন, ‘যদি তুমি স্বপ্ন দেখ, কিন্তু তোমার সেই স্বপ্নকে নিজের মাস্টার না বানাতে পারো… যদি তুমি ভাব, কিন্তু সেই ভবনাকে নিজের লক্ষ্যে পরিণত না কর… যদি তুমি সাফল্য এবং বিপর্যয়ের মুখোমুখি হও এবং এই দুটিকে একই দৃষ্টিতে দেখতে না পার…’ বিখ্যাত এমসিসি গ্রাউন্ডে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। শেষ বিদায়ে তার সম্মানে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের দক্ষিণ পাশের গ্যালারির নাম দেওয়া হয়েছে ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’। তার সন্তানেরা ওই স্ট্যান্ড উদ্বোধন করেছেন।

এরপরই তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসা ভক্তরা ‘শেন ওয়ার্নি, শেন ওয়ার্নি’ স্লোগানে স্টেডিয়াম মুখোরিত করে তোলেন। তার সম্মানে ‘মিউজিক ট্রিবিউন’ প্রদান করা হয়। শেষ গানে বিদায় জানানো হয় ওয়ার্নকে।

প্রিয় ওয়ার্নিকে নিয়ে আলচনা করতে গিয়ে উঠে এল টুকরো টুকরো প্রসঙ্গ। প্রয়াত শেনের বাবা স্টেজে উঠেই বলে ওঠেন ছেলের অমর উক্তি। বললেন, ‘আমার শেন সবসময় একটা কথা বলত। আমি সিগারেট খাই। বিয়ার খাই। আর একটু আধটু ক্রিকেট খেলি।’ একইরকম ভাবে প্রিয় বাবাকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তাঁর চার সন্তান।

শেন ওয়ার্ন ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানেই গত ৪ মার্চ হোটেলে তাঁর মৃত্যুু হয়। ১৪৫টি টেস্ট ম্যাচে রেকর্ড ৭০৮টি উইকেট নিয়েছেন। বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট সহ বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪টি একদিনের ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৯৩টি উইকেট নিয়েছেন।

‘নাতি-পুতি না দেখেই চলে গেলে’, ওয়ার্নকে শেষ বিদায়ে মেয়ে সামার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com