সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

শেষ দিনে হার এড়ানোর পরীক্ষা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বৃহস্পতিবার মিরপুরে সিরিজ নির্ধারণী টেস্টের চতুর্থ দিনের চ্যালেঞ্জে শ্রীলঙ্কার ও বাংলাদেশ মুখোমুখি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনও প্রয়োজন ১০৭ রান। শুক্রবার ম্যাচের শেষ দিনে এই ১০৭ রান করে তবেই শ্রীলঙ্কার সামনে লক্ষ্য নির্ধারণ করতে পারবে স্বাগতিকরা।

দিনের শুরুতে একেবারেই নির্বিষ বোলিং করে বাংলাদেশ। প্রথম দুই সেশনেই থাকতে হয় উইকেটশূন্য। ৫ উইকেট হারিয়ে ২৮২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। আড়াই ঘণ্টার প্রথম সেশনে একমাত্র সুযোগ তৈরি করেছিলেন মুমিনুল হক। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই শুরু হয় চতুর্থ দিনের খেলা।

দিনের শুরুটা করেন এবাদত হোসেন ও তাইজুল ইসলাম। এরপর একে একে সাকিব আল হাসান, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মুমিনুল হক আসেন বোলিংয়ে। কিন্তু কাজের কাজটি করতে পারছিলেন না কেউই। একমাত্র মুমিনুলই একবার উইকেট নেওয়ার কাছাকাছি গিয়েছিলেন। তার অফ স্টাম্পের বাইরে পড়া বল চান্ডিমাল ডিফেন্ড করতে গেলে স্টাম্পের পেছনে দাঁড়ানো লিটন দাসের হাতে যায়, আউট দিয়ে দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ব্যাটার।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভয়াবহ ব্যর্থতার পরিচয় দিলো বাংলাদেশের টপঅর্ডার। এবার ২৩ রানে সাজঘরে ফিরেছেন প্রথম চার ব্যাটার। যার ফলে দেখা দিয়েছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা। আবারও মুশফিকুর রহিম ও লিটন দাসের কাঁধে পড়লো সব দায়িত্ব।

শ্রীলঙ্কার চেয়ে ১৪১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফিরতে পারতেন মাহমুদুল হাসান জয়। কাসুন রাজিথার করা সেই ওভারের শেষ বলে তার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। কিন্তু আবেদন করেননি বোলার-ফিল্ডাররা। ফলে জীবন পেয়ে যান জয়।

ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে সিøপে দাঁড়ানো কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন তামিম ইকবাল। প্রথম ইনিংসের মতো এবারও শূন্য রানে আউট হন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো একই ম্যাচে জোড়া ডাকের দেখা পেলেন তামিম।

এক ওভার জয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন দুই রান করা নাজমুল হোসেন শান্ত। পয়েন্ট থেকে সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে উইকেটটি নেন প্রবীণ জয়াবিক্রম। অল্পেই দুই উইকেট হারানোর পর বিপর্যয় সামাল দেওয়ার বদলে উল্টো বিপদ আরও বাড়ান অধিনায়ক মুমিনুল হক।

ইনিংসের নবম ওভারে রাজিথার বলে কট বিহাইন্ড হওয়ার আগে মুমিনুলও রানের খাতা খুলতে পারেননি। তার পরের ওভারে মাহমুদুল হাসান জয়কে সাজঘরে পাঠিয়ে দেন আসিথা ফার্নান্দো।

জয়ের ব্যাট থেকে আসে ২৭ বলে ১৫ রান। তবে এরপর আর বিপদ ঘটতে দেননি মুশফিক ও লিটন। চান্দিমালের বিদায়সহ সবমিলিয়ে ৮.২ ওভারে ৪০ রান করতেই ৫ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। প্রাভীন জয়াক্রিমাকে কট বিহাইন্ড করে ক্যারিয়ারে ১৯তম ও লঙ্কানদের বিপক্ষে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নেন সাকিব।

শেষ সেশনে এসে জমে যাওয়া ম্যাথিউস-চান্ডিমাল জুটি ভাঙেন এবাদত হোসেন। তার সেøায়ার কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন চান্ডিমাল। কিন্তু দারুণ এক ক্যাচ ধরে ২১৯ বলে ১২৪ রান করা চান্ডিমালকে সাজঘরে ফেরত পাঠান তিনি। ভেঙে যায় ম্যাথিউসের সঙ্গে চান্ডিমালের ১৯৯ রানের জুট।

এরপর নিরোশান ডিকভেলাকে ফেরান সাকিব। তার বল স্টাম্পের পেছনে গেলে স্টাম্পিং করেন উইকেটরক্ষক লিটন দাস। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের কাছে গেলে দেখা যায় ডিকভেলার ব্যাটে লেগেছিল বল। ১০ বলে ৯ রান করে আউট হন ডিকভেলা।

এই ম্যাচে তিনি ঘরের মাটিতে ১৫০ উইকেটের মাইলফলকও পেরিয়েছেন। শতকের পর খোলস ছেড়ে বেরিয়ে ম্যাথুস ৬৮ বলে ৪৫ করেছেন আরও ৬ বাউন্ডারিতে। তিনি শেষ পর্যন্ত ৩৪২ বলে ১২ চার, ২ ছয়ে ১৪৫ রানে অপরাজিত থাকেন। এবাদত নেন ৪ উইকেট। ১৪১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করেই বিভীষিকাময় পরিস্থিতিতে পড়ে দুই পেসার আসিথা ফার্নান্দো আর কাসুন রাজিথার সামনে। ক্যারিয়ারে প্রথমবার এক ম্যাচে জোড়া শূন্য ‘পেয়ার’ পান তামিম ইকবাল।

অধিনায়ক মুমিনুলও শূন্যতে আউট হয়েছেন। উল্টোপাল্টা শটে প্রথম থেকেই অস্বস্তিতে ভোগা মাহমুদুল হাসান জয়ও শেষ পর্যন্ত ২৭ বলে ৩ চারে ১৫ রানে আসিথার শিকার হন। আর নাজমুল হোসেন শান্ত (২) জয়াবিক্রমার দুর্দান্ত থ্রোয়ে রানআউট হয়ে গেলে মাত্র ২৩ রানেই ৪ উইকেট খুঁইয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দিনশেষ করেছেন মুশফিক-লিটন।

চতুর্থ দিন
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৬৫.১ ওভারে ৫০৬
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৩৪/৪
আবারও ধ্বংসস্তূপ বাংলাদেশের ব্যাটিং

সংক্ষিপ্ত স্কোর ॥ বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৬৫/১০, ১১৬.২ ওভার (মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫, মুমিনুল ৯, শান্ত ৮; কাসুন রাজিথা ৫/৬৪, আসিথা ফার্নান্দো ৪/৯৩)। দ্বিতীয় ইনিংস (৪র্থ দিন শেষে): ৩৪/৪, ১৩ ওভার (মাহমুদুল হাসান জয় ১৫, তামিম ০, শান্ত ২, মুমিনুল ০, মুশফিক ১৪*, লিটন ১*; আসিথা ফার্নান্দো ২/১২, কাসুন রাজিথা ১/১২)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫০৬/১০, ১৬৫.১ ওভার (ম্যাথিউজ ১৪৫*, দিনেশ চান্দিমাল ১২৪, দিমুথ করুনারতেœ ৮০, ধনঞ্জয়া ডি সিলভা ৫৮, ওশাদা ফার্নান্দো ৫৭; সাকিব আল হাসান ৫/৯৬, এবাদত ৪/১৪৮)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com