বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

শেরপুরে গাঁজাসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:: বগুড়ার শেরপুরে গাঁজাসহ তিনজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

র‌্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তাড়া বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর সাড়ে ৩টার সময় সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন আশঁ গ্রামের ৭ নং ভবানীপুর ইউনিয়নের ০১,০২,০৩, নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা মেম্বার মোছাঃ হাসিনা বেগমের বসতঘরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা সহ আশঁ গ্রামের মোঃ দশের আলীর ছেলে মোঃ মিলন হোসেন (৪২) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার মহিসাচাপর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মোঃ হেলাল (৪৫) ও একই থানার নবণকাটা গ্রামের মৃত: জটাধারী মাহাত এর ছেলে শ্রী মন্টু চন্দ্র মাহাতদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com