শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা দোহারের মাহমুদ পুর ইউনিয়নে গড়ে উঠেছে চর মাহমুদ পুর আবাসন কেন্দ্র । আবাসনের হতদরিদ্র ও অবহেলিত পরিবারের সন্তানদের লেখাপড়া করার মতো বিদ্যালয় না থাকায় ২০১৮ সালে ততকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল-আমীন ত্রান-সাহায্য দিতে আসলে নজরে আসে কয়েকশো পরিবার আছে কিন্ত একটি স্কুল নাই।
যাতে আবাসনের ছেলেমেয়েরা বিনাবেতনে লেখাপড়া করতে পারে তারজন্য তাতক্ষণিকভাবে নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন সাহেব ওই সময়ের মাহমুদ পুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সিকে সাথে নিয়ে উদীয়মনা কলেজ শিক্ষার্থী নীলা আক্তারকে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় নাম করন করে একটি টিন সেট ঘর তুলে দেন। তারপর থেকে শুরু হয় স্কুলটির যাত্রা । তারপর ইউএনও পদের চেয়ারে বসা লোকটি বদলি হলেও স্কুলের কার্যক্রম বন্ধ হয়নি। শুরু হয় দেশের উন্নয়নের অগ্রযাত্রা বাড়তে থাকে স্কুলের উন্নয়নের অগ্রযাত্রাও বাড়তে থাকে প্রধান শিক্ষক এর অনুপ্রেরণায়, চেয়ারম্যান প্রশাসন যৌথভাবে জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের স্বরনাপন্য হলে তিনি একদফা পাকা টিন সেট এবং দ্বিতীয় তফা একটি পাকা ভবন করে দিলে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের মান বেড়ে যায়।
স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। অপর দিকে আবাসনও বেড়ে ১,২,৩ হয়ে যায়। বর্তমানে বিদ্যালয়ে ১৭০ + প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীর সংখ্যা। প্রধান শিক্ষিকা নীলা আক্তার (এম বি এ পাশ) স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সকাল সন্ধ্যা পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবারো প্রশাসন বর্তমান চেয়ারম্যান এর সহযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, নাচগান, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চমক দেখিয়েছেন যা সর্বজন প্রশংসিত হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ১০ টায় অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে খেলাধুলা নাচগান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহমুদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ূব আলী, সিনিয়র সাংবাদিক আজাহারুল হক, টাচ স্টোন স্কুলের প্রধান মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক নীলা আক্তার,যুবলীগ নেতা মোঃ মোসলেম উদ্দিন, সাংবাদিক আবুল হাশেম ফকির, শিক্ষক শিক্ষার্থী সহ অবিভাবকগন।