বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

শেখ রাসেল দিবস উপলক্ষে মধুখালীতে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে ফরিদপুর ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মধুখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিকতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ পুকুর উত্তরপাড়ে জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনজুরুল আলম, আনসার ও ভিডিপি ব্যাংক উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ বুলবুল আহমেদ. মধুখালী পৌর কাউন্সিলর রেশমা আক্তার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক উৎপল কুমার ভোমিকসহ প্রমুখ।

উপজেলা পরিষদ পুকুরে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com