রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
শাহনাজ পারভীন, চট্টগ্রাম থেকেঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন তথা শেখ রাসেল দিবস ২০২২ ‘ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে “দোয়া মাহফিল ও আলোচনা সভা, কেক কাটা ও এতিমদের মাঝে খাবার বিতরনের’ মাধ্যমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুূদ্দীন সঞ্চালনায় অনুষ্ঠিত হয় , এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এ্যাডঃ তসলিম উদ্দীন, সুজিত দাশ, আব্দুর রশীদ লোকমান, মিনহাজুল আবেদিন সায়েম, যুগ্ম- সাধারন সম্পাদক আব্দুল্লা আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দীন, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।