শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্ধোধন দিয়ে শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন ও ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আজ সোমবার শুরু হয়েছে শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২২। সোমবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্ববাবধানে, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে.এম শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহম্মদ রতন, আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ রেজাউল মাকছুদ জাহেদী ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক ওয়াহিদুজ্জামান রাজু।
কেউ অষ্টম শ্রেণীর, আবার কেউবা দশম শ্রেণীর শিক্ষার্থী। স্কুল পড়ুয়া মেয়েরাও হাজির র‌্যাকেট হাতে। চার দিনব্যাপী প্রতিযোগিতায় রাজধানীর ১’শ বিদ্যালয়ের ৩৬০জন শাটলার অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com