মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ভারতের অলরাউন্ডার পারভেজ রসুলের ৫ উইকেট শিকারে আবাহনীকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল। আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে। আরেকদিকে ওপেনার মেহেদি মারুফের ১১৮ রানের ইনিংসে প্রাইম ব্যাংককে চরম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ৪ রানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সেঞ্চুরিয়ান মেহেদি মারুফ ছবি : বিসিবি
তার বোলিং ঝলকে আবাহনীকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল। রসুল নিজেও ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন। আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে শেখ জামাল। শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলটির ক্রিকেটারদের হলো কী? বড় সব দলকে হারিয়ে দিচ্ছে। আবাহনী লিমিটেডকেও হারিয়ে দিয়েছে। পারভেজ রসুলও দেখাচ্ছেন ঝলক। ৮ ম্যাচের ৭টিতেই জিতে ১৪ পয়েন্ট নিয়ে এখন এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আছে শেখ জামাল। দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংককে চরম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ৪ রানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপের ওপেনার মেহেদি মারুফ সেঞ্চুরি হাকান।
বিকেএসপি ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে আবাহনী ৪৫.৪ ওভারে ১৭৭ রান করে গুটিয়ে যায়। ভারতের অলরাউন্ডার রসুল ৯.৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন। তাতেই আবাহনীর ইনিংস ধ্বসে যায়। ব্যাট হাতে আবাহনীর শামিম হোসেন ৫১ রান করতে পারেন।
জবাবে ৫ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ১৮২ রান করে জিতে যায় শেখ জামাল। রবিউল ইসলাম রবি অপরাজিত ৫৭ রান করেন। ইমরুল কায়েস ২৬ ও সাইফ হাসান ২৪ রান করেন। তানজিম হাসান সাকিব ১টি উইকেট নেন। ইমরুল কায়েসের শেখ জামাল দলটি এবার লিগে অসাধারণ খেলছে। শুধু জিতেই চলেছে। মাঝখানে ছন্দপতন হয়েছিল। কিন্তু আবার টানা তিন জয় তুলে নিয়েছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারানোর পর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারায় শেখ জামাল। এবার আবাহনীকেও হারিয়ে দেয়।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিং করে মেহেদি মারুফের ১৪০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১৮ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫৬ রান করে গাজী গ্রুপ। রেজাউর রহমান রাজা ৩ উইকেট নেন। জবাবে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫২ রান করতে পারে প্রাইম ব্যাংক। এনামুল হক বিজয় ৮৫ রান করেন। শেষ ওভারে জিততে প্রাইম ব্যাংকের ৭ রান দরকার ছিল। হাতে ছিল ১ উইকেট। কিন্তু ২ রানের বেশি করা যায়নি।