রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আবার হাজির হচ্ছে নতুন আসর নিয়ে। প্রতিযোগিতার তৃতীয় আসর শুরুর পরিকল্পনা নিয়ে আয়োজক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ, পৃষ্ঠপোষক ও পরিচালনাকারী এবং দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অবস্থিত শহীদ শেখ কামাল মিলনায়তনে একটি মিডিয়া লঞ্চিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার ক্রীড়া পরিষদ ভবনে মিডিয়া লঞ্চিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিগত আসরের ন্যায় এবারও ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, সাইক্লিং, অ্যাথলেটিক্স, দাবা ও জাতীয় খেলা কাবাডি; মোট এই বারোটি ইভেন্টের সমন্বয়ে নারী ও পুরুষ উভয় বিভাগে প্রতিযোগিতা আয়োজিত হবে।
মিডিয়া লঞ্চিং অনুষ্ঠানে তৃতীয় আসরের প্রতিপাদ্য ছাড়াও থিম সং উপস্থাপন করা হয় এবং রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হয়। এজন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে চেয়ারম্যান করে ২২ সদস্যের সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
১২টি ডিসিপ্লিনে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের প্রায় অর্ধ লক্ষাধিক ছাত্রছাত্রী তৃতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নেবেন। ডিসিপ্লিনগুলো হলো: ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, সাইক্লিং, টেবিল টেনিস, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, দাবা ও এ্যাথলেটিক্স। পুরুষ ও নারী বিভাগের প্রত্যেক ইভেন্টে সেরা তিনজনকে (মোট ১৪৪ জন) স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। এছাড়া সেরা ক্রীড়াবিদ নারী ও পুরুষের জন্যও থাকবে পুরস্কার। সাঁতার ডিসিপ্লিনে ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই ও ফ্রিস্টাইল রিলে ইভেন্ট এবং এ্যাথলেটিক্স ডিসিপ্লিনে থাকবে ১১০ মিটার হার্ডলস, লংজাম্প, ম্যারাথন, ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার রিলে। এসব তথ্য জানান যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ উপস্থিত ছিলেন। ৩ সেপ্টেম্বর হাতিরঝিলে ম্যারাথন ও সাইক্লিং প্রতিযোগিতার মাধ্যমে এই আসরের উদ্বোধন হবে।
মিডিয়া লঞ্চিং অনুষ্ঠানে প্রতিযোগিতার তৃতীয় আসরের প্রতিপাদ্য ছাড়াও থিম সং উপস্থাপন করা হয় এবং রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হয়। আগামী ৭ জুলাই পর্যন্ত দেশের সকল নিবন্ধিত প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার নির্ধারিত ওয়েবসাইটে https://www.biusc.org গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতার তৃতীয় আসর উপলক্ষে পরিচালনাকারী সংস্থা স্পেলবাউন্ড লিও বার্নেট-এর পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সদস্য মোহাম্মদ সাদেকুল আরেফীন চলতি আসরের অধীনে আয়োজিতব্য বিভিন্ন কার্যক্রমের একটি সামগ্রিক পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এর সচিব পরিমল সিংহ, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাজহারুল হকসহ আরও অনেকে।