রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া) প্রতিনিধি : সোমবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুরের শুভপাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের অর্থ বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অত্র মাদ্রাসার সভাপতি নুসরাত জাহান বন্যা।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সুপার মাহাবুবুর আলমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গাবতলী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামেশ্বরপুর ইউপির সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী।
আরো বক্তব্য রাখেন সহ-সুপার আব্দুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম মুক্তার, নাছিমা আক্তার, নুর আলম, শিক্ষক আশরাফুল ইসলাম, ইসমাইল হোসেন, সবুজ আহম্মেদ প্রমূখ। এরপূর্বে মাদ্রাসার মাঠে ফলদ বৃক্ষের চারাগাছ রোপন এবং পিজিপি প্রল্পের আওতায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও মাদ্রাসা উন্নয়নকল্পে অর্থ বিতরন করেন ইউএনও নুসরাত জাহান বন্যা।