মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে ১০ বছর আগে এক কন্যা শিশুকে হত্যার দায়ে বেবি বেওয়া (৪৮) নামে এক নারীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত বেবি বেওয়া লালমনিরহাট শহরের শহীদ শাহাজাহান কলোনী এলাকার মৃত ইমান আলী মিস্ত্রীর স্ত্রী।
লালমনিরহাট আদালত পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মুসা আলম বলেন, লালমনিরহাট শহরের খাদিজা বেগম নামে এক শিশু হত্যার ঘটনায় ২০০৯ সালের ডিসেম্বর মাসে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায় দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত আসামী বেবি বেওয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী বেবি বেওয়া আদালতে উপস্থিত ছিলেন।
লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিউকেটর(পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানী শেষে তথ্য প্রমানে আদালত সন্তোষ্ট হয়ে আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। বাদি ন্যায় বিচার পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।