সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

শিমুলিয়া ঘাটে বৃহস্পতিবার থেকে পিকআপ পারাপার বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি দূর করতে শিমুলিয়া ঘাটে বৃহস্পতিবার থেকে পিকআপ পারাপার বন্ধ থাকবে।মঙ্গলবার দুপুরে শিমুলিয়ার ড্রেজার বেসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ নির্দেশ দেয়া হয়।

ঈদযাত্রার সুন্দর ব্যবস্থাপনার জন্য সভায় আরও কিছু পরামর্শ ও নির্দেশ দেয়া হয়। এর মধ্যে রয়েছে ফেরির সিরিয়াল ঠিক রেখে যানবাহন পারাপার, ফেরিঘাট এলাকা, ফেরি ও লঞ্চে যাত্রীদের মাইকিং করে সতর্কতামূলক বার্তা প্রচার।

এ ছাড়া লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা, যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয় সভায়। উদ্ধারকারী জাহাজ রুস্তমকে প্রস্তুত রাখা ও মহাসড়কে রেকারের ব্যবস্থা রাখতে বলা হয় সভায়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল মোমেন, লৌহজংয়ের ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল, পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের, বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম সফিকুল ইসলাম, বন্দর কর্মকর্তা সাহাদাত হোসেন, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জিয়াউল হায়দার, মাওয়া নৌপুলিশ স্টেশনের পরিদর্শক আবু তাহের মিয়া, পরিবহন মালিক সমিতির নেতা রুহুল আমিন মোড়ল, আলী আকবর হাওলাদার প্রমুখ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com