রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় টোল প্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও চারজন মারা যান।
প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোল প্লাজার কাছে রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর ওপরে ৮-১০ জন সাধারণ যাত্রী বসে ছিলেন।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা গেছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।