বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও ঠাকুরগাঁও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সাড়া দেশব্যাপী কর্মসূচীর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় সড়ক অবরোধ ও বিক্ষোভ পালন করে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থী সহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবী ছিল নিরাপদ সড়ক চাই।

এর দাবীতে ঠাকুরগাঁও চৌরাস্তায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ পালনের সময় উভয় রাস্তা ২ ঘন্টা ব্যাপী গাড়ী চলাচল বন্ধ ছিল।

এসময় শিক্ষার্থীরা বলেন, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেস বিহীন গাড়ী বন্ধ করতে হবে।এছারাও শিক্ষার্থীরা সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা নিশ্চিত করতে হবে। এর সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com