বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

শিক্ষক ও ইমামদের ডেকে নৌকায় ভোট প্রদানের নির্দেশ, কুষ্টিয়ায় উপ-পরিচালককে নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি : শিক্ষক ও ইমামদের অফিসে ডেকে নৌকা প্রতীকে ভোট দিতে নির্দেশ দেওয়ায় কারণে দর্শানো নোটিশ দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক মো. হেলালুজ্জামানকে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দুইজন নারীর ওপর হামলা, নির্যাতন ও লাঞ্ছিত করার অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাযহারুল ইসলাম তাদের আগামী ২৪ ডিসেম্বর হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার ডিডি মো. হেলালুজ্জামান শিক্ষক ও ইমামদের ডেকে নিয়ে তার কনফারেন্স রুমে মিটিং করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার ও প্রচারণা করার নির্দেশ দেন। তার নির্দেশনা সরকারি চাকরি ও আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে মো. হেলালুজ্জামানকে নোটিশে নির্দেশিত সময়ে লিখিত বক্তব্যসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলালুজ্জামান জানান, আমার পরিবারের একজন মৃত্যুজনিত কারণে এ মুহূর্তে আমি কর্মস্থলে নেই। নির্বাচনী অনুসন্ধান কমিটির শো-কজ নোটিশ প্রেরণের কথা আমি শুনেছি। আগামী রবিবার আমি আমার লিখিত বক্তব্য নিয়ে হাজির হবো কমিটির সামনে।

অপর ঘটনার অভিযোগ হলো- গত ২০ ডিসেম্বর বিকাল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সুরভী ও ফাহিমা নামের দুইজন নারী কর্মী বিত্তিপাড়া বাজার এলাকায় পৌঁছালে নোটিশ প্রাপ্ত আবু বক্কর সিদ্দিকের তিন ছেলে নৌকা প্রতীকের সমর্থক যথাক্রমে সিদ্দিক, সৌরভ ও সোহাগ ওই দুই নারীকর্মীকে বহনকারী ব্যাটারিচালিত অটোটি টেনে হিচড়ে রাস্তা থেকে নামিয়ে নিয়ে যায়। পরে অটো যাত্রী সুরভী ও ফাহিমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com