শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

শিওর ক্যাশের মাধ্যমে চিনিকলে আখের মূল্য প্রদান কার্যক্রমের উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষীদের আখের মূল্য শিওর ক্যাশের মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় চিনিকলের হিসাব বিভাগে কার্যক্রমে উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্ম খবির উদ্দিন মোল্যা।

এ সময় মহাব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, উপব্যবস্থাপক(হিসাব)মো. আব্দুর রব, মো. দেলোয়ার হোসেন, উপব্যবস্থাপক ইমরুল হাসান, শ্রমজীবী ইউনিয়নের সহ সাধারন সম্পাদক মো. শাহিন মিয়া, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রায় ২ হাজার লোনী আখচাষীদের এ কার্যক্রমের আওতায় আখের টাকা প্রদান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com