রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

শাহরুখ ভক্তরা গিনেস বুকে রেকর্ড গড়লো

বিনোদন ডেস্ক:: দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেন বলিউড বাদশা শাহরুখ খান। এ সিনেমা মুক্তির পর দর্শকদের ভালোবাসা যেমন কুড়িয়েছে, তেমনি বক্স অফিসে বাজিমাত করেছে। এবার গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়লো শাহরুখ ভক্তরা।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৮ জুন ‘পাঠান’ সিনেমার টেলিভিশন প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এ বিষয়টি উদযাপনের জন্য গতকাল শাহরুখের মান্নাতের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তার ভক্তরা। ভক্তদের সঙ্গে দেখা করতে ব্যালকনি উপস্থিত হয়ে ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানে পারফর্ম করেন শাহরুখ। এসময় তার সঙ্গে নাচেন ৩০০ ভক্ত। একসঙ্গে এতগুলো মানুষ শাহরুখের ‘আইকনিক পোজ’ দেওয়ার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়েন। এ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

উল্লেখ্য, ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com