রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:২১ অপরাহ্ন

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া, গাড়ি ভাঙচুর-আগুন

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া, গাড়ি ভাঙচুর-আগুন

অনলাইন প্রতিবেদক:: এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।

সেখানে উপস্থিত বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, সকালে শাহবাগ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের ভেতরে ঢুকে পড়েন।

এসময় আন্দোলনকারীরাও সেখানে ঢুকে তাদের ধাওয়া দেয়। এর কিছুক্ষণ পর বিএসএমএমইউর ভেতর থেকে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়। হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শনিবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com