মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

শাহজাদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে এতে হাবিব ব্যাপারী (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।হাবিব ব্যাপারীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই নোঙ্গরপাড়া গ্রামে। হাবিব ব্যাপারী চরকাদাই গ্রামের লিয়াকত আলী ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দুইদিন আগে জমি থেকে তুলে জড়ো করে রাখা সরিষা মাথায় করে নিয়ে আসার সময় হাবিব পথে বৃষ্টি ও বজ্রপাত কবলে পড়েন। বজ্রপাতে হাবিবের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. আশরাফুল আলম বলেন, হাসপাতালে পৌঁছার আগে হাবিবের মৃত্যু হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। নিহতর পরিবার আবেদন করলে তাকে উপজেলার তরফ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com