রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

শাকিব-অপুর সম্পর্কে নতুন মোড়!

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বাংলাদেশে শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। তারা ফের একসাথে সংসার করবেন! এই নিয়ে বিস্তর পানিঘোলা। গত ২৭ জুলাই আমেরিকা থেকে দেশে ফিরেছেন শাকিব-অপু ও ছেলে জয়। একটা লম্বা ছুটি কাটিয়ে এলেন। সেখানে থেকে সোজা কলকাতায় পৌঁছলেন অপু। কারণ, পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপুর ছবি ‘লাল শাড়ি’। এই ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজক হিসেবে এই প্রথমবার আত্মপ্রকাশ করলেন অপু। কলকাতায় পা দিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে জানালেন তাঁর উচ্ছ্বাসের কথা, শাকিব খানের সাথে সম্পর্কে ভবিষ্যৎ-সহ নানা প্রশ্নের উত্তর দিলেন অপু।

এক সময় নিজের সন্তান জয়ের পিতৃত্বের অধিকারের জন্য চোখের পানি ফেলতে হয়েছিল অভিনেত্রী অপু বিশ্বাসকে। শাকিব খানের সাথে তার বিয়ে হয়েছিল গোপনে। তাদের সন্তান পৃথিবীর আলো দেখে একইভাবে। যদি সন্তান জন্মের পর বিবাহবিচ্ছেদ হয় অপু-শাকিবের এবং অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তার পর তাদের সন্তান শেহজাদা বীরের জন্ম হয়। সে ক্ষেত্রেও সেই একই গোপনীয়তা। ছেলের বয়স দু’বছর হতেই বুবলী প্রকাশ্যে আনেন বিষয়টি।

তার পর থেকে বুড়িগঙ্গা দিয়ে পানি গড়িয়েছে বহু দূর। বুবলীর সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা শাকিবের, ধীরে ধীরে অপুর সঙ্গে অন্তরঙ্গতা বৃদ্ধি। তার পর ‘প্রিয়তমা’ মুক্তির পর পরই সাবেক স্ত্রী অপু ও সন্তান আব্রাহাম জয়কে নিয়ে তিনি পাড়ি দেন আমেরিকায়। সকলেই একটা ধারণা ফের হয়তো সাবেক স্ত্রীর কাছেই ফিরে গেলেন শাকিব। ভাঙা সম্পর্ক জোড়া লাগল ঠিক কিভাবে?

কলকাতায় পা দিয়ে অপু প্রথমে তার উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী। বলেছেন, ভীষণ ক্লান্ত, তবু কলকাতার মানুষের ভালোবাসার টানেই চলে আসা। তার ছবি ‘লাল শাড়ি’ দেখানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে। তার উপর আবার প্রযোজক হিসেবে অভিষেক। তাই বাড়তি উত্তেজনা রয়েছে। কিন্তু যে আমেরিকা ভ্রমণ নিয়ে এত কথা, সেই সফর কেমন কাটালেন অপু? গোটাটাই ছেলে জয়ের কথা ভেবে, জানালেন অভিনেত্রী।

অপুর কথায়, ‘বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো!’

কিন্তু শাকিব-অপু কি শিগগিরই একসাথে ফের সংসার করবেন? এই প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, ‘আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’

তা হলে কি এবার শাকিব-অপুর সম্পর্ক গোপনেই রয়ে যাবে? না কি গল্পে অপেক্ষা করছে নতুন মোড়!

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com