মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

শরীরে জীবাণুনাশক ছিটানো বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদকঃ করোনার প্রকোপ শুরুর পর থেকে শরীর জীবাণুমুক্ত করতে নির্দিষ্টমাত্রায় ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে স্প্রে করার কথা বলা হয়েছিল।

বিষয়টি শোনার পর অনেকে বাসায় এবং কর্মস্থলে প্রবেশের আগে স্প্রে করে নিজেকে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করছেন। তবে এবার মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ক্ষতির ব্যাপারে সতর্ক করে এ ধরনের কাজ বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ‘জীবাণুনাশক টানেল’ স্থাপনের উদ্যোগের খবর গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে সব জেলায় সিভিল সার্জনদের উদ্দেশে পাঠানো চিঠিতে রবিবার এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছিটানোর কথা গণমাধ্যমে ছবিসহ আসছে। এখানে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার দ্রবণ ব্যবহার করা হচ্ছে। এই দ্রবণ মানুষের চোখ, মুখসহ বাইরের অঙ্গের ক্ষতি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এই কাজ বিধিবদ্ধ নয়।

জীবাণুনাশকের এমন ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com