মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কোন রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সংকটাপন্ন পরিবারের খোঁজখবর নিয়ে জেলা প্রশাসন ও সরকারকে তাদের বিষয়ে অবহিত করছি আমরা। সার্বিক বৈষম্য নিরসনে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। সকলে মিলে মিশে যদি বৈষম্য বিরোধী আন্দোলনের মতো কাজ অব্যহত রাখতে পারি, তাহলে নিশ্চয় আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সমতার। এজন্য সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
সভায় ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের লোকজন কান্নায় ভেঙে পরলে তাদের সান্তনা দেন সারজিস আলম। তিনি ছাত্র আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জনের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন।
সারজিস আলম বলেন, ‘ইতিমধ্যে নিহত ও আহতদের সহায়তায় ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। ধারাবাহিক ভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা করা হবে।’
এর আগে সকাল ১১ টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। দুপুরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে বিকেল ৪ টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশের মধ্যদিয়ে শরীয়তপুর সফর শেষ করেন তারা।