বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

শরীয়তপুর পুলিশ লাইন বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : শরীয়তপুর ১১৫ নং পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো: মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীতপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১৫ নং পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com