বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে গাড়ি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে গাড়ি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে ফেরি পারাপারের অপেক্ষায় অন্তত কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে।

শুক্রবার রাত ২টা থেকে এ রুটে পন্যবাহী যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন।

স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে মমিন দিদার ও জিসান বালার বিরোধ চলছিল। বর্তমান ইজারাদার জিসান বালা। তবে শুক্রবার ভোর থেকে জোরপূর্বক একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় শতাধিক গাড়ি আটকা পড়েছে।

মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, সরকার এক বছরের জন্য আমাকে ঘাট ইজারা দিয়েছে। কিন্ত প্রাক্তন ইজারাদার মোমিন দিদার ইজারার জন্য আপিল করেছে। তিনি নাকি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন। তবে আদালত থেকে আমি কোনো কাগজ হাতে পাইনি। যেহেতু এক বছর পূর্ণ হয়নি, সেহেতু আমিই তো ইজারাদার। আর যদি রায় পেয়েও থাকে তাহলে বিআইডব্লিউটিসি এ বিষয়ে ব্যবস্থা নেবে, মোমিন দিদার তো নিতে পারে না। তিনি এখন গাড়ি বন্ধ করে তার লোকজন নিয়ে ঝামেলা সৃষ্টি করছে।

মোমিন দিদার বলেন, বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে আমি ইজারাদার হিসেবে রায় পেয়েছি। পরে আমার লোকজন ফেরিঘাটে কাজ করছে। কিন্ত জিসান বালা বিভিন্নভাবে বাধা প্রদান করছেন। এই রুটের গাড়িগুলো উল্টো পথে ফিরিয়ে দিচ্ছে।

বেনাপোল থেকে আসা ট্রাক চালক রুহুল বেপারি বলেন, আমরা ফেরিপারাপারের জন্য অপেক্ষায় আছি। ৩ কিলোমিটার পর্যন্ত যানযট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। আমরা এর সমাধান চাই।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ইজারা উঠানোকে কেন্দ্র করে গাড়ি পারাপার বন্ধ রয়েছে। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। ১৪ ঘন্টা পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় গাড়ি পারাপারের ব্যবস্থা করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশ বাহিনী সেখানে উপস্থিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com