বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ২য় বারের মতো জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত মো: ওবায়েদুল হক। তিনি একজন ব্যতিক্রমধর্মী মিষ্টভাষী অফিসার ইনচার্জ। প্রতিনিয়ত তিনি কর্মক্ষেত্রে তার অধিনস্থ সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে পরস্পরের সঙ্গে কাজ করে যাচ্ছেন জনগণ ও দেশের কল্যাণে।
অফিসার ইনচার্জ ওবায়েদুল হক শরীয়তপুর জেলার সখিপুর থানার মানুষের চোখে কাজে ও কথায় একজন সৎ, আদর্শবান, নিষ্ঠাবান ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। সখিপুর থানার অধিকাংশ মানুষই তাকে গরিবের বন্ধু ভাবেন। তিনি সততা ও বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং মেধা দিয়ে তার দায়িত্বরত এলাকা সখিপুর থানার মাদক নির্মূল, সন্ত্রাস দমন, চাঁদাবাজিমুক্ত, চোর-ডাকাতের উৎপাত ও দখল বাজদের হাত থেকে এলাকায় কঠোর আইন-শৃঙ্খলা রক্ষা করছেন।
থানায় আসা এক ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, তিনি থানায় যোগদানের পর থেকে চুরি-ডাকাতি, মাদক ব্যবসা ও মাদক গ্রহণ কমে যাওয়ায় রাতে শান্তিতে ঘুমাতে পারছি। এছাড়াও সখিপুর থানায় আইনি সহায়তা নিতে টাকা লাগে না। তিনি একজন অসাধারণ ভালো মানুষ। জানতাম না এত মানবিক অনুভূতির পুলিশও আছে।
অন্যদিকে সখিপুর থানায় যোগদানের ৩ মাসের মধ্যে গত ১০ ফেব্রুয়ারি প্রথমবার শরীয়তপুর জেলায় সেরা অফিসার ইনচার্জ হওয়ার পাশাপাশি আজ রোববার (২০ এপ্রিল) জেলায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ওবায়দুল হক। শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে তার হাতে প্রশংসা পত্র ও ক্রেস্ট প্রদান করেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নজরুল ইসলাম ( পিপিএম-সেবা )।
এছাড়াও, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়েদুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাব। প্রতিটি মানুষ আমাকে খুব কাছ থেকে পাবে এবং তাদের সমস্যার কথাগুলো বলতে পারবে, ঠিক তেমনিভাবে আমি সখিপুর থানাবাসীর জন্য কাজ করব। কে গরিব, লুঙ্গি পরা, কৃষক, কে ধনী আমার কোনো সহায়তার কমতি থাকে না। সবাই আমার কাছে সমান অধিকারী মানুষ।
তিনি দৃঢ়ভাবে বলেন, শরীয়তপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিজ কর্মস্থলে সম্পূর্ণ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা সত্যিই মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই।