রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

শরীয়তপুরে “সর্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন বুথ” উদ্বোধন

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি:: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় “সর্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন বুথ” উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি কক্ষে এ বুথ’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিমসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমের উদ্দেশ্যে ডিসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান দেশের জনগন সবাই সর্বজনীন পেনশন স্কীমের আওতায় অন্তর্ভুক্ত হবে। তাই আগে আপনারা নিজেরা এই স্কীম সম্পর্কে জানুন পড়ুন। তারপর নিজেরাও পেনশনে স্কীম চালু করুন আর জনগনকে উৎসাহিত করুন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com