সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

শরীয়তপুরে মহান বিজয় দিবসে আনসার বাহিনীর পুষ্পস্তবক অর্পন

শরীয়তপুরে মহান বিজয় দিবসে আনসার বাহিনীর পুষ্পস্তবক অর্পন

শরীয়তপুর প্রতিনিধি:: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা কমান্ড্যান্ট মো জাহাঙ্গীর আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পনের পর আনসার বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো জাহাঙ্গীর আলম বলেন, মহান বিজয় দিবস আমাদের বাঙালি জাতির জন্য একটি গৌরবময় দিন। এই দিনে আমরা আমাদের স্বাধীনতা ও বিজয়ের আনন্দ উদযাপন করি। মুক্তিযুদ্ধের অন্যতম শক্তি ছিল আনসার বাহিনীর ৪০ হাজার থ্রি নট থ্রি রাইফেল। মুক্তিযুদ্ধের প্রারম্ভে আনসার সদস্যদের নিজেদের অস্ত্রাগারে রক্ষিত ৪০ হাজার রাইফেল মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন। বাঙালির এই স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ৬৭০ জন আনসার সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমরা তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি। ১৯৭১ সালে ১৭ই এপ্রিল প্লাটুন কমান্ড্যার ইয়াদ আলীর নেতৃত্বে ১২ জন বীর আনসার সদস্য মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে বাংলাদেশে প্রথম সরকার প্রধানকে “গার্ড অব অনার ” প্রদান করে বাংলাদেশের ইতিহাস করেছেন আনসার বাহিনী।

পুষ্পস্তবক অর্পনের সময় জেলা কমান্ড্যান্ট মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক ফররুখ আহমেদ সহ আনসার বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com