সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

শরীয়তপুরে মর্ডান ফ্যান্টাসি কিংডম থেকে ৩১ বন্যপ্রাণী জব্দ

শরীয়তপুরে মর্ডান ফ্যান্টাসি কিংডম থেকে ৩১ বন্যপ্রাণী জব্দ

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি:: শরীয়তপুরের নড়িয়া উজেলার কলুকাঠি এলাকায় অবস্থিত মর্ডান ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণীয় অপরাধ দমন ইউনিট। এ সময় চিড়িয়াখানা থেকে ১০ প্রজাতির ৩১টি বন্যপ্রাণী জব্দ করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বন্যপ্রণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বন্যপ্রাণীগুলো জব্দ করা হয়।

বন্যপ্রাণীগুলো হলো- ১টি ভাল্লুক, ১টি মিঠা পানির কুমির, ১টি বার্মিজ অজগর, ৮টি সজারু, ২টি মেছো বিড়াল, ২টি বন বিড়াল, ২টি কালিম পাখি, ১০টি ঘুঘু, ২টি টিয়া ও ২টি বালি হাঁস।

বন অধিদপ্তরের বন্যপ্রাণীয় অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, আমরা শরীয়তপুরে মর্ডান ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করেছি। অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ফরিদপুর সামাজিক বন বিভাগ আমাদের সহায়তা করেছে। বন্যপ্রাণী সংগ্রহ, দখলে রাখা, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। তাই এখান থেকে ১০ প্রজাতির ৩১টি বন্যপ্রাণী জব্দ করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো ১৪দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। পরবর্তীতে কিছু বন্যপ্রাণী প্রকৃতিতে অবমুক্ত করা হবে এবং বাকিগুলো গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে মর্ডান ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানার ম্যানেজার নজরুল ইসলাম বলেন, বিভিন্ন চিড়িয়াখানা থেকে কিছু বন্যপ্রাণী সংগ্রহ করে এখানে রাখা হয়েছিল। তাই বন অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসেছেন বন্যপ্রাণীগুলো অবমুক্ত করার জন্য। তাই আজ তাদের কাছে বন্যপ্রাণীগুলো হস্তান্তর করে দিয়েছি। এর আগে কেউ এসে বন্যপ্রাণীগুলো অবমুক্তর কথা বলেননি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com